প্রকৃতির প্রশ্ন
-শ্রী স্বপন কুমার দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
পরম প্রকৃতি ঈশ্বরে কহে
এরূপ কেন মোর অবস্থা?
মম সন্তান কিসের কারণে
পদে পদে শুধুই হেনস্থা?
প্রকৃতি কোলে শুধু দ্বন্দ্ব
ভালো লাগে না আর,
হায় ঈশ্বর কেন এমন
অধম নগ্ন এ সংসার?
শুনিয়া ঈশ্বর হাসিয়া কহে
আমি কভুই নহে এরূপ,
মনুষ্য সৃষ্টি অনাচার দোষে
নিয়তির এই রুষ্ট স্বরুপ।
অসভ্য ইতর এই সমাজ
তব ভালে নিয়তির লেখা,
মানব দোষে এরূপ দশা
ঈশ্বর সৃজন বিঘ্নিত হেথা।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস পিতা- সন্তোষ কুমার দাস ও মাতা কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান জন্ম ১৯৬৩ সাল ১৬ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রাম।বর্তমান ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুর মহকুমা শহর। বহুদিন ধরেই কবি কবিতার পাতা ডট কম এর পাতাতে লেখালেখি করেন,সাংসারিক ব্যস্ততার মাঝেও কবি বাংলা সাহিত্য ও বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ও নিজের মনের ভাবনাকে পৃথিবীর নানা প্রান্তে তুলে ধরার নিরলস চেষ্টা কবিতার পাতা ডট কম এর পাতার মাধ্যমে করে যাচ্ছেন।