অবুঝ মন

-রীনা

≈≈≈≈≈≈≈≈≈≈

সময় কত দ্রুত বদলায়

বছর ঘুরে কত উৎসব পার্বণরা আসে

আবার চলে যায়।

কিন্তু, আব্বু থাকাকালীন সময়ের

সেই আনন্দটা কোথাও খুঁজে না পাই।

আলোক উজ্জ্বল প্রতিটা ক্ষণ

এখনো যেন ফিকে মনে হয়

জায়নামাজে বসে দোয়া করা ছাড়া

আর যেন কিছুই করার নেই।

অবুঝ মন,

ডুকরে কেঁদে ওঠে সর্বক্ষণ

বড্ড অসময়ে হয়তোবা

আব্বু, তুমি চলে গেলে

এতটা বছর পরও

কষ্টের কালো মেঘেরা

দুচোখ কে অশ্রু সিক্ত করে যায়।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

এই মাসে আমার আব্বুর মৃত্যু বার্ষিকী সবাই দোয়া করবেন। পাঠকের মন্তব্য লেখার অনুপ্রেরণা বৃদ্ধি করে। ধন্যবাদ সবাইকে

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*