আশির দশক
-আব্দুস সাত্তার সুমন
≈≈≈≈≈≈≈≈≈≈
আগের দিনের ছেলেমেয়ে
তালের পাতায় লিখে,
পাঠশালাতে ভর্তি হয়ে
আদব-কায়দা শিখে।
গুরুজনের সম্মান করে
চোখ নামিয়ে থাকে,
আদর মাখা শাসন করে
কাছে তারা ডাকে।
ছোট বড় পরস্পরে
ভালো তারা বাসে,
মতামতে মুরুব্বিদের
রাখে তাদের পাশে।
বাংলা, উর্দু, হিন্দি ভাষায়
সবাই কথা বলে,
সোনালী সেই পূর্ণভূমি
কোথায় গেছে চলে?
পর্দা করে চলতো সবে
সহজ সরল ছিল,
আশির দশক সোনালী দিন
ধ্বংস হয়ে গেল।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।