জীবন পথ

-বিনয় জানা

∼∼∼∼∼∼∼∼∼∼

অন্ধকার থেকে আলোর রাজ্যে

প্রবেশেই শুরু,

আবার আলোর রাজ্য থেকে

অন্ধকারে হারিয়ে যাওয়াই শেষ।

কিংবা শূণ্য থেকে শুরু শূণ্যেই শেষ।

শুরু আর শেষের মধ্যবর্তী সময়ই জীবন।

আঁকা বাঁকা জীবন পথে মনে হয়

অনেকেই আছে সাথে। আদতে সবাই একা।

বন্ধুর এই জীবন পথের বাঁকে বাঁকে

অপার আনন্দ। অথচ সব ভুলে

মূল্যহীন চাওয়া পাওয়া হিসাব কষা

পদে পদে স্বার্থ, প্রতিশোধ, প্রতিযোগিতা।

জীবন পথে সবাই হিসাবী,

ব্যবহারিক জীবন যাপন।

হিসাব করে আদান প্রদান

হিসাব কষে প্রেম প্রীতি।

হিসাব কষতে কষতে একদিন

হিসাব কষা শেষ হয়ে যায়;

শেষ হিসাবে শূণ্য-ই মেলে।

তবে কিসের এতো অহংকার?

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা, পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা, মাতা: ঈশ্বর অন্নপূর্ণা জানা, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরলহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত, পিন: ৭২১৬৫৪ কবি মূলত একজন পাঠক। জীবন পথে চলতে চলতে পথের বাঁকে বাঁকে কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরগুলো কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা মাত্র। পাঠকের ভাল লাগলে কবি খুশি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*