আমিও যে সমব্যথী
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈
তুমি নও একা সাথী
আমিও যে সমব্যথী !
এ ব্যথা নয় তোমার একার ,
বুকে তোমার যে যন্ত্রনা
সে যন্ত্রনায় আমিও কাতর
আমারও চাহিদা একটা সুবিচার ।
তুমি নও একা সাথী
আমিও যে সমব্যথী !
একার নয় তোমার এ দায় ,
যে আগুনে দগ্ধ তুমি
সে অনলে অঙ্গার আমি
বিদ্রোহ সেই একিই চেতনায় ।
তুমি নও একা সাথী
আমিও যে সমব্যথী !
এ নয় তোমার একার লড়াই ,
এ দুঃসময়ে নও তুমি নিঃস্ব একেলা
আমিও যে সংশয় ভুলে নিয়েছি শপথ
তোমার লড়াই সেতো আমারও লড়াই ।
তুমি নও একা সাথী
আমিও যে সমব্যথী !
এ নয় তোমার একার লজ্জা ,
আমারও প্রতিবাদের একটাই স্বর
আমিও চাই উড়াতে সত্যের ধ্বজা ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ যোগেশ গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী , বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।