ঘূর্ণিঝড় দানা

-শিবানী সাহা

∼∼∼∼∼∼∼∼∼∼

ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় আজ

কাঁপছে সবার বুক,

চারিদিকে চলছে আগাম সতর্কবার্তা

নেমে আসবে চরম দুখ।

দিকে দিকে চলছে মাইকিং

চলছে নানা আয়োজন,

ক্ষতিগ্ৰস্ত হবে জনজীবন তাই

আশঙ্কিত সবার মন।

চাষের ফসলের ক্ষতি হবে

নষ্ট হবে পান ও ধান,

চাষিদের রাতের ঘুম গিয়েছে উড়ে

কম্পিত সবার প্রাণ।

প্রকৃতির কাছে অসহায় আমরা

তবুও প্রাণপণ চেষ্টা চলছে,

গতিবেগ হবে তার ১২০ কিলোমিটার

আবহাওয়া দপ্তর বলছে।

অসহায় মানুষদের সাহায্য করতে

সমস্ত দপ্তর তৎপর,

বিশেষজ্ঞদের মতে বিপুল ক্ষতি

ভাঙবে বাঁধ মাটির ঘর।

দুরুদুরু বুকে কাটছে সময়

নজর সবার দানার দিকে,

বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া

আশার আলো ফিকে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। সাহিত্যের প্রতি অনুরাগ আমার ছোটবেলা থেকে। লিখতে ও পড়তে ভালোবাসি।

আমার লেখা কবিতা পাঠকের ভালো লাগলে তবেই তার সার্থকতা। আমি একজন সাধারণ গৃহবধূ। সংসারের কাজের অবসর সময়ে কবিতা লিখি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*