রূপ লাবণ্যে কান্তি
-মোঃ রজব আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আমার নাতি দিবারাতি
থাকে ভালো ছন্দে,
বউ অভাগী ভীষণ রাগী
মেতে থাকে দ্বন্দ্বে।
হাস্যরসে বসে বসে
বিলায় সুখে আলো,
চেষ্টা মনে সর্বক্ষণে
দূর করতে সব কালো।
সর্বহারা আছেন যারা
থাকে তাদের পাশে,
ফুর্তি মনে সর্বক্ষণে
মনানন্দে ভাসে।
বউটি ভারি অহংকারী
রূপ লাবণ্যে কান্তি,
ঝগড়া করে পরস্পরে
একটু পরে শান্তি।
দুহাত তুলে হৃদয় খুলে
দোয়া আমি করি,
থাকুক ভবে তারা সবে
সুখের জীবন গড়ি।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন।