বউ বাজারের বউ

-রবি বাঙালি

≈≈≈≈≈≈≈≈≈≈

শিরোইলের বউ বাজারে

দেখতে গেলাম বউ,

বউ দোকানীর মিষ্টি কথায়

আনলাম কিনে মৌ।

রোজ সকালে বউ বাজারে

বউদের ভীষণ ভীড়,

কেউবা বেঁচে আলু পটল

কেউবা বেচে খির।

বউ দোকানী পান চিবুনী

ঠোঁটটা করে লাল,

ক্রেতা গণের দৃষ্টি কাড়ে

বেচতে তাহার মাল।

বউ বাজারের বউতো নহে

লাল মরিচের ঝাল,

দুষ্ট ক্রেতার দুষ্টামিতে

খেতে হয় তার গাল।

বউয়ের নেশায় রোজ সকালে

বউ বাজারে যাই,

কেনাকাটা না করিলে

ঠোঁটের ঝাড়ি খাই।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত-

রবি বাঙালি। প্রকৃত নাম মো. রবিউল আউয়াল। জন্ম ১৯৭৫ সসলে নাটোর জেলায়। পেশায় অধ্যাপনা। বর্তমানে কর্মরত আছেন পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও এ সহকারী অধ্যাপক হিসেবে। তার প্রকাশিত কাব্য গ্রন্থ তিনটি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*