ডানার দাপট

-তনুশ্রী বসু (পাত্র)

≈≈≈≈≈≈≈≈≈

হেমন্ত এল, তবু বর্ষা ঋতুর,

নেই কোন বিদায় চিহ্ন,

কারণ নিম্নচাপ, প্রবল বেগে ধেয়ে,

আসছে “ডানা”, করবে সব নিশ্চিহ্ন।

আবহাওয়া দপ্তর, বলছে আন্দামানের কাছে

নিম্নচাপের উৎপত্তি, বঙ্গোপসাগরে,

নাম “ডানা”, উড়িষ্যার উপর দিয়ে গিয়ে,

উওর পশ্চিমে বিলীন হয়ে যাবে।

প্রকৃতির রোষে, হয়েছে উড়িষ্যায় বিপুল ক্ষতি,

আজ বিপদ সীমা অতিক্রান্ত প্রায়

বিপদ যখন আসে, কাউকে বলে কি আসে?

অতীতে প্রকৃতি ছিল, গাছপালায় ভরা,

এখন সবই কংক্রিটের বড় বড় দেওয়াল,

তৈরি হয়েছে বহুতল আবাসন ও মল

হারিয়ে গেছে, সে দিনের সেই,

নির্মল প্রকৃতি শান্ত, স্নিগ্ধ অপরূপ রূপ,

প্রকৃতি হয়েছে বসনহারা, সেই প্রকৃতি আর নেই,

আমরা আগের প্রকৃতিতেই ছিলাম স্বাচ্ছন্দ্যেই।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*