আঁখি জল মুছো
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔
আঁখি জল মুছো পাখি ওড়ে যাও আকাশের সীমানায়,
বিদ্রোহী হতে হবে, হতে হবে সূর্য সেনা সেই আঙ্গিনায়।
মুছে দাও বুকের ক্রন্দন, কুসুম – কমল বক্ষে আপনার,
স্বয়ী ডানা মেলে উড়তে হবে ওই দূর সীমানায় তোমার।
আঁখি জল মুছো
এ পৃথিবী যে বড় কঠিন তুমি শিখে নাও আজি সংগ্রাম,
এ সংগ্রামী জীবন উজ্জ্বল হোক উজ্জ্বল হোক ধরাধাম।
অন্তরের আশাগুলো, জাগ্রত হোক তব হৃদয় মোহনায়,
সত্যের গান বাজুক, তোমার অন্তরে চির ভালোবাসায়।
আঁখি জল মুছো
চরণে তব পথ চলার ছন্দ থাকুক এই পৃথিবীর মঞ্জিলে,
বাধা বিঘ্ন বন্ধন ছিঁড়ে ওড়ে যাও তুমি ওই আকাশ নীলে নিবিড় মেঘের গল্প শুনে যাও,
এ কালো শ্রাবণের কাছে, সূর্যলোকে কত না রাগ অনুরাগের খেলা প্রভাতে আছে।
আঁখি জল মুছো
পূর্ণ প্রেমে, সুন্দর সেই অভিসারে মনেরই সব স্বপ্নগুলো,
পৃথিবীতে নিজের জীবন নিজের হাতে সাজিয়ে তোলো।
এ জীবনে সমস্যা থাকবেই, বলবে লোকে সুন্দর আছো,
আষাঢ়ে গল্পে ফাগুনের ছন্দে, নিজের মতো করে বাঁচো।
আঁখি জল মুছো।।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিল মুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ