স্বপ্ন বিভোর হেমন্ত
-মোঃ সেলিম হোসেন
≈≈≈≈≈≈≈≈≈≈
শরৎ শেষে সবুজ মাঠে
নাচছে হেসে ধান,
তাই দেখে যে কৃষক দলে
গাইছে সুখে গান।
সোনা ধানে মাঠ ভরেছে
গন্ধে মাতাল দেশ,
ধান কাটিতে গাঁয়ের ঘরে
সাজো সাজো বেশ।
মাড়াই করতে হৈমন্তী ধান
প্রস্তুত সবার মন,
উৎসুক হয়ে যাপন করে
প্রতিদিনের ক্ষণ।
কৃষাণ বধূ মুচকি হেসে
মাঠের পানে চায়,
ঝলমলে ধান দেখে মাঠের
স্বস্তি খুঁজে পায়।
শরৎ শেষে হেমন্ত তে
বদলে বাংলার রূপ,
আশার নায়ে চড়ে সবাই
আনন্দ পায় খুব।
≈≈≈≈≈≈≈≈≈≈