বিকেলের উষ্ণ ছোঁয়া

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞∞∞

দেখেছি পড়ন্ত বিকেলের গোলাকার সূর্যটাকে

উত্তাল তরঙ্গের দৈর্ঘ্যটা গিয়েছিলো খুব বেড়ে

রক্তে রাঙানো আভা ঢেকে ছিলো সমুদ্রটাকে

বিকেলের উষ্ণ ছোঁয়া ডাক ছিলো হাত নেড়ে।

বালুতটে হাতে হাত রেখে তোমার প্রতিশ্রুতি

দেখেছি দুচোখ ভরে সাদা ফেনা রাশি রাশি

মাটির ভাঁড়ে চায়ে চুমুক তুলে আলাদা অনুভূতি

লুকিয়ে বলা বালুচরে তোমায় ভালোবাসি।

যেন প্রথম পাওয়া শেষ বিকেলে উষ্ণ ছোঁয়া

গোধুলির রাঙা আলোর ছটা ভরা সমুদ্রতীরে

মুখোমুখি বসে দুজনে সাঁঝের ঠাণ্ডা হাওয়া,

সন্ধ্যায় ফিরে যায় ক্লান্ত পাখিরা আপন নীড়ে ।

দুহাতে ঝিনুক কুড়িয়ে আঁচলে ভরেছি যতবার

নীল সমুদ্রের ঢেউয়ের গর্জন গুনেছি ততবার

অচেনাকে চিনেছি সমুদ্রস্রোতে বিকেলের রোদে

নিয়েছি শেষ বিকেলের উষ্ণ ছোঁয়া আবার ।

সমুদ্র ঢেউয়ের সৌন্দর্য মুগ্ধ করেছে আমায়

কল্পনার সাগরে ভেসে চলে গেছি বহুদূরে

অসংখ্য মানুষের ভিড়েও পেয়েছি তোমায়

সমুদ্র ঢেউয়ের তাল হারিয়ে যায় কতদূরে।

নিত্যদিনের রুটিনে আছে সমুদ্রের কত ঢেউ

হাজারো মানুষের ভিড়ে নানান সুরের মেলা

তোমার দুঃখ কষ্টের খোঁজ খবর রাখেনা কেউ

এযেন লক্ষ কোটি মানুষের পদচিহ্নের ভেলা।

∞∞∞∞∞∞∞∞∞

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*