শেষ বেলা
-মোঃ আবু তাহের মিয়া
≅≅≅≅≅≅≅≅
শেষ বেলায় ডাকবেনা কেউ
আসবেনা তোর কাছে,
সামর্থবান ছিলে যখন
ঘুরেছিলো সবাই তোর পিছে।
মন কাঁদে ধুঁকে ধুঁকে
বুকের ভেতর জ্বালা,
শুকনো পাতার মতো ঝরে পড়বে
কেউ পড়াবেনা মালা।
স্মৃতির পাতা খসে পড়বে
বিষের মতো কাটবে রাত,
চোখের জলে ভাসবে বদন
এভাবেই হবে প্রভাত।
দাঁড়িয়ে দেখছ রঙের খেলা
এখনো মন চায় খেলতে,
হঠাৎ চোখ খুলে দেখবিরে তুই
আজরাইল আসছে নিতে।
সকল ভালোবাসা মুছে যাবে
মুখ যাবে থুবড়ে,
দুনিয়ার সুখ বিলীন হবে
শেষ বিছানা হবে কবরে।
≅≅≅≅≅≅≅≅