মেঘ বৃষ্টির খেলা
-কামরুন নাহার বিশ্বাস
∼∼∼∼∼∼∼∼∼∼
বৃষ্টি যদি কান্না হয়
মেঘ আকাশের কষ্ট,
মেঘের পরি খেলা করে
হেলায় সময় নষ্ট।
মেঘ পরি মেঘ পরি
যাচ্ছ কোথা সই?
ডেকে সারা তোমায় আমি
সইয়েরা সব কই?
মেঘের উপর মেঘ ভাসে
লুকচুরি খেলা,
মেঘের সই নেচে চলে
আলো ছায়ার মেলা।
বাদলা দিনে কিষান ভাই
মাঠের পানে যায়,
মেঘের ভেলায় ভেসে ভেসে
গল্প সে সনায়।
উঠান কোনে কিষানিরা
বৃষ্টির গান শোনে,
কিষান আসবে বিকেল বেলা
বলে কানে কানে।
মেঘে বাড়ি মেঘে ঘর
মেঘে ই করিস খেলা,
আমার সাথে কইতে কথা
যায় কি রে তোর বেলা!
নদির ওপর উড়ে বেড়াও
কোন পাহাড়ে বাসা?
তোমার সাথে কইব কথা
আমার মনের আশা।
∼∼∼∼∼∼∼∼∼∼