মানুষ যখন অমানুষ

– সৈয়দ মহঃ ইসমাঈল

◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊

ভুবনে আমরা সৃষ্টির সেরা মানুষ হয়েও,

হয়ে থাকি যারাই দলাদলিতে মত্ত।

কিন্তু তারা সব মানুষ কুলে জন্ম ঠিকই,

নেই তাদের বিবেক বুদ্ধি মানুষ্যত্ব।

তাই তো সদা দেখি তারা মানুষ হয়েও,

দিয়ে থাকে অমানুষেরই পরিচয়।

কারণ তারা তো মানব কুলে জন্ম নিয়েও,

বোঝে নাকো মানবতার বিষয়।

আমাদের মানব কুলে তে জন্ম হলেও,

আসল মানুষ হওয়াটা খুব কঠিন।

কারণ মানুষের বাচ্চাশিশু মানুষ করাটা,

পিতা মাতার শ্রম লাগে রাত্রি দিন।

এভাবেই সন্তানের জন্য বহু বছর ধরেই,

করতে হয় দিবারাত্রি বহু পরিশ্রম।

তবেই তো তাঁরা মানুষ কুলে জন্ম নিয়ে,

পেয়ে থাকে মানুষ্যত্বের বোধগম্য।

জন্মের পর কোনো মানুষ যদি না হয় মানুষ,

হয় সে সমাজ মাঝে এক বোঝা।

কারণ সমাজ বিরোধী সব কীর্তিকলাপ,

তখন তার দ্বারা হয় খুব সোজা।

দেখি শিক্ষা নিয়েও অনেকে হয় না মানুষ,

তাদের টেঁকে ডিগ্রি আছে বহু ভরা।

তারা বড়ো বড়ো চাকরি করে দফতরে তে,

তবুও হয়ে থাকে ঘুষের জন্য মাতোয়ারা।

◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি –

কবি সৈয়দ মহঃ ইসমাঈল।

পোস্ট – সিউড়ি, সোনাতোর পাড়া।

জেলা – বীরভূম। পশ্চিমবঙ্গ, ভারত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*