মাতৃর সুখ
-জি কে শাফায়াত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
ভূমিষ্ঠ হইয়া আমি,
উঠেছিনু দুঃখে।
শান্ত করিল মায়ে,
নিয়া তাহার বুকে।
ঝরে মায়ের চোখ,
তবু্ও হাসে মুখ।
ভুলে মা শত দুঃখ,
বারবার মোরে দেখে।
বুঝিনি কী আধার?
হৃদয় হরণ করতো তারে।
লোহা চুম্বকের সম্পর্ক,
আমার আত্ম চিৎকারে।
মোর আধো কথনে,
মা দেখত অবাক নয়নে।
দন্তহীন হাসিতে,
কেড়েছিনু মায়ের মন।
মায়ের বুকে মাদুর পেতে,
শুয়েছি যে কতো।
ভুলিব না সে কথা,
বয়স হলেও শত।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান। তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।
কবিতার পাতা ডট কমে :স্বামী- স্ত্রীর প্রেম, কবি কে নয় কবিতাকে, উদ্বিগ্ন হই, তুৃমি হারালে কোথায়,বহুরূপী বৈশাখ,শিয়াল শকুন,শরৎ সাজে ফুলে ফুলে,ক্ষমা,নারী-পুরুষ,আইনের হয়ে বেআইনি,প্রেমে গিয়াছি ফেঁসে,প্রকাশ পেয়েছে। এছাড়া ও রয়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।