সানকিতে পিতার মুখ
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞∞
বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়েছে
আজ ও খুঁজছি নতুন করে নতুন বাংলাদেশ।
অথচ যুগে-বর্ষে
নিয়তির খেলায় নতুন বাংলাদেশ আসে প্রতিবার।
খুঁজি না কেউ বোধ উঁচিয়ে
ঢেকে যাওয়া ধূলিতে পুরাতন বাংলাদেশ।
নতুনত্ব আসতে পারে নতুন কিছুতে
সাজতে পারে গহনা মঞ্জিলে অপরূপ-
খুশির ঝিলিকে হাসতে পারে হৃদয়,
যে গভীরতায় লুকিয়ে থাকে জল তাকে খুঁজি কি কেউ?
পা’য়ে চলা পথমেরে উঠি রাজপথে,
ভুলে যাই পেছনের কথা।
কত আঁধার মেরে আসে রাজপথ সাঁই চলে গাড়ি,
যদি তা বোঝো, বুঝতে চাও কর্দমাক্ত পথ দেখে নিও,
দেখে নিও আশি উর্ধ্ব বৃদ্ধার বুকের খাঁচা।
খাঁচা বলে দেবে কত পাখি রাঙিয়েছে বুক
পুরাতন খাঁচায়।
আজ অথর্ব নিথর নিষিদ্ধ পরিষদের তালিকা ভুক্তিতে
চোখ ঝরে,বেদনায় ভাঙে বুক ভাসে অতীত মেঠো পথ।
এসো কাঙাল,
কড়ির প্লেটে ভাসে সানকি,সানকিতে ভাসে কাঙালের মুখ,
চেয়ে দেখো কাঙালের মুখে,সানকিতে পাবে পিতার মুখ।
∞∞∞∞∞∞∞∞∞∞
পরিচিতি:
জন্ম: ১৫ ই জুন ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। কিশোর বয়স থেকেই লেখালেখিতে অভ্যস্ত, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে কবিতা প্রকাশিত হয়েছে, বর্তমানে অনলাইন ম্যাগাজিন কবিতার পাতা সহ বেশ কিছু সাহিত্য পাতায় কাজ করছি। প্রকাশিত একক কাব্যগ্রন্থ–আলো ছায়া, ২০২৫ বইমেলা ঢাকাতে থাকবে ইনশাল্লাহ।
স্থায়ী নিবাস: ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।