একটা তুমি

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

একটা তুমি আমার ছিলে

নীল আকাশে চাঁদকে দেখে;

সেই তুমি-টা আমায় ছেড়ে

নতুন ঘরে হাসছো সুখে।

এইতো সেদিন বলেছিলে

সারা জীবন থাকবে পাশে;

হঠাৎ করে কিসের মোহে

নতুন হাত ধরলে হেসে?

আঁধার রাতে কার বুকেতে

রাখছো মাথা মনের দুঃখে;

ময়ুরী হয়ে পেখম মেলো

কার শহরে বরষা দেখে?

সে কি তোমায় বাসছে ভালো

আমার চেয়ে অনেক বেশি;

তার কাছে কি শপথ করো

থাকবে সদাই পাশাপাশি?

অঙ্গে তোমার কতো যে রূপ

কি যে হত জানলে পরে;

রঙ বদলে হাত বদলে

কি সুখ পেলে হৃদয় ভরে?

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

গ্রাম: বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বর দহ জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

পিন: ৭২১৬৫৪

কবি একজন একনিষ্ঠ পাঠক। বিশেষত বাংলা কবিতার পাঠক। বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসী।

সময় কাটে না। তাই কিছু লেখার চেষ্টা মাত্র।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*