দীপাবলী

-অরূপ দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

জ্বেলে দিলে আজ কার স্মৃতিতে!

দূরের গগন তলে

একা একা জ্ব’লে যায় নিভৃতে।

তারাদের পানে চেয়ে,

কাহাদের প্রাণে চেয়ে,

ঝরে জল আঁখি বেয়ে

হিমেল হাওয়ার ব্যথা-গীতিতে।

যাহাদের জীবনে তে

কেবলই নিশা,

আঁধারে তে পায় নাকো

পথের দিশা,

তাহাদের তরে আলো

হেমন্তে জ্বালো জ্বালো,

ঘরে, ঘাটে, বনে, কোণে,

আজি দীপাবলী তে।

গগনের তারা দল

আজি এই নিশীথে,-

মাটির প্রদীপ সাথে

চায় যে গো মিশিতে,

যারা এসে ভালোবেসে,

গিয়েছে তারার দেশে,

জড়াইতে চায় হেসে

দিওয়ালী র প্রীতিতে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি অরূপ দাস, পিাতা-সহদেব ,মাতা স্বর্ণলতা, ঠিকানা- আকনা, হুগলী জাঙ্গীপাড়া, প্রাথমিক শিক্ষা- আকনা প্রাঃ স্কুল, HS, উদয়নরায়নপুর সরদাচরণ ইনস্টিটিউশন , বিশ্ববিদ্যালয়- নরসিংহ দত্ত, হাওড়া ।Retired Person of PBGB (Bank)।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*