আমার কি দোষ বলো
-পীতবাস মণ্ডল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কেমনে পূজিব তোমায় শ্যামা !
নিয়ন আলোয় ফোটা আমি যে গন্ধহারা ফুল ,
জগতের জননী তুমি নও অভিমানী
যতটুকু জানি তোমায় সেও কি আমার ভুল ?
জানি না মন্ত্র তন্ত্র এতটুকু মা !
না আছে নিখাদ ভক্তি কিছু সম্বল ,
বুঝিনে তোমারে তুষ্ট করার উপাসনা কি
নিঃস্ব পরাণ নৈবেদ্য দিতে পারে শুধু আঁখিজল !
ভজন সাধন জানিনে তোমার
পারেনি তোমায় এ দেহ মন সঁপে দিতে ,
শুনেছি লোকের মুখে তুমি ব্রহ্মময়ী
এ মূঢ় অন্ধ আজও তোমায় পারেনি চিনিতে ।
তুমি তো শ্যামা সর্বত্র মঙ্গলা
আমি নরাধম না পারি ও রাঙা চরণ ছুঁতে ,
দিও করুণার কিঞ্চিৎ অভয় আমায়
বঞ্চিত না হই যেন তোমার দিব্য দৃষ্টি হতে ।
আমার কি দোষ বলো মাগো
আমি যে কাঙাল ; অধম এক অতিশয় দীন ,
না হেরিয়া তোমারে ভুলেছি বিশ্বাস
জীবনের কাছে আমার রয়ে গেল কিছু ঋণ ।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
পীতবাস মণ্ডল ।