মোবাইলের প্রথম জামানা

-এস এম কায়সার লাব্বী

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

মোবাইলের প্রথম জামানায়,

দাদি কয় আমায় ।

দুটো টাকা নিয়ে হাতে,

বলে মোবাইলে ভর ।

তুই যদি না পারিস,

মোবাইলের কাছ থেকে সর ।

মোবাইলে রাখবো টাকা,

নেই কোন ডর ।

একদিন দাদায়,

মোবাইল একটা চালায় ।

বারবার মেসেজ আসে, সে ভয়ে

পানির ভেতরে ফেলায় ।

একটু পরে

হাতে নিয়ে বলে,

এবার হয়েছে ঠিক

আর করে না পিক পিক ।

দাদি একদিন

সাইরা রাখে ফোন,

বেখেয়ালি মন,

কল বেজে ওঠায় বলে

এ হ্যালো কেমন?

আমাকে চোর বানায়

দুষ্টু একটা ফোন ।

দাদা একদিন

ফোন রিসিভ করে,

এ হ্যালো, কি হলো?

গান কেন গাও,

কল দিয়েছো ফাও,

আমার কাছে কি চাও,

আমাকে কেন জ্বালাও?

দাদী বলে,

কল এলে ।

কি হয়েছে জ্বালাতন,

অসময়ে ফোন,

যখন তখন ।

লাল বাটনে দিয়ে টিপ,

দাদি করে রিসিভ ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতি- 

নাম:- এস এম কায়সার লাব্বী

পিতা:- আঃ হাকিম শেখ

উপজেলা:- নাজিরপুর

জেলা:- পিরোজপুর

বিভাগ:- বরিশাল

দেশ:- বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*