আছি দীপাবলীতেই
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼
কয়েকটা মাস আমাদের দীপাবলী
নিয়ম করেই করছি যাপন সবাই,
ঘরের উমাকে যেদিন হারিয়েছি
তাঁর অকাল বিসর্জনের প্রতিবাদেই।
অন্ধকার যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
সেই আঁধার ঘুচানোর দাবী প্রত্যহ,
দাবীটা যেখানে জোরালো হওয়ার ছিল
সেখান থেকেই দাবী থামানোর নিগ্ৰহ।
কোন অভিপ্রায় কতটা সফল হবে
কিছু ক্ষমতা তাই নিয়ন্ত্রণ করে,
ব্যাজ খুলে দিলে প্রতিবাদ রোখা যায়না
ঋজু স্নায়ুগ্ৰন্থি বোঝাচ্ছে বারে বারে।
আমাদের দীপাবলী নিয়মিত চলছে
লক্ষ দীপাধারে প্রতিজ্ঞা শিখা,
যতক্ষণ না লক্ষ্যের অভিমুখে
আশার আলোর উদয় না যায় দেখা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি=
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।