নিরাসক্ত এক কবি

-অরুণ কুমার মহাপাত্র

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি ,তোমাকে দেখতে ফিরে

এসেছি গাঁয়ে…

তোমার কাছে এলে মনে হয়

ডালাপালা মেলে পাথরের বুকে

জেগে ওঠে জীবন…

কাঠের স্তব্ধ ঘর , বারান্দা , রেলিং -এ

বন্দী তুমি…

সমস্ত গ্রাম জুড়ে তোমাকে নিয়ে

হাজার কথা…

যেন গ্রামময় বেজে চলে অন্য

এক সুর….

তবুও তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে বেঁচে আছো

তোমারই রঙ মেখে…

তুমি তোমারই মতো তোমারই আকাশে

উড়ছো অনন্ত পাখির মতো…

দেখে মনে হয় পৃথিবীর এক

বিধ্বস্ত কবি তুমি…. ।

জনান্তিকে ডেকে বললে তুমি একদিন‌

আমায়—

বিধ্বস্ত নই…

ধরণীর নিরাসক্ত এক কবি আমি… ।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

নাম ঃ অরুণ কুমার মহাপাত্র

গ্রাম / পোষ্ট ঃ শাসড়া

জেলা ঃ ঝাড়গ্রাম

পশ্চিমবঙ্গ , ভারত

পিন ঃ ৭২১৫০৬

অবসর প্রাপ্ত শিক্ষক । বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি । কবির ছয়টি একক কাব্যগ্রন্থ রয়েছে ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*