হলদে চাদর
-মোহাম্মদ নাসির উদ্দিন
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আঁকা বাঁকা পথের দু’ধার
ভরা সবুজ ঘাসে,
হলদে চাদর গাঁয়ে মাঠে
সর্ষে ফুলে হাসে।
এলোমেলো বাতাস দোলায়
হলদে শাড়ির আঁচল,
ফুলে ফুলে মৌমাছিরা
মধু নিতে পাগল।
হলুদ মাঠ মেঠোপথ ধরে
পড়ুয়া যায় স্কুলে,
সর্ষে ফুলের রূপ দেখিয়া
খুশিতে পথ ভুলে।
সবুজ পাতায় শিশির বিন্দু
মিঠেল রোদে হাসে,
মোবাইল হাতে সেলফি তোলে
খুশিতে মন ভাসে।
সর্ষে পাতার শাক, ভর্তা, ঝোল
স্বাদ থেকে যায় প্রাণে,
গরম ভাতে সরষে ইলিশ
অমৃত স্বাদ আনে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পেশায় আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। লেখালেখি আমার খুব পছন্দ। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকি।