এখন নিষ্ফল
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
রাগ করোনা, রাগ করোনা, তোমায় আমি নেব না,
তোমার যে এমন অহংকার তা আমার আছে জানা।
তুমি বড় চালাক চতুর জানতে আমার বাকি নাই
ঘাপটি মেরে বসে থাকো দেখলেই সেটা বোঝা যায়।
অনেক ঘাটের জল ঘেঁটেছো, ভালো জলের সন্ধানে,
শেষে এখন তুমি কিনা চেয়ে আছো মোর পানে।
আগে যখন চাইতাম তোমায় তুমি করতে ভ্রুকুটি ,
এখন আমি চাইনা তোমায়, চাইনা তোমার ডাল রুটি।
এখন আমি স্বাবলম্বী তোমায় কি ভাই ধার ধারি?
যখন আমি তোমায় চাইলাম, মুখটা করলে হাঁড়ি।
এখন সেসব ভুলে গেলে? কোন ফল ফেলবে না ভাই ,
স্বাধীন সবাই, সবাই এখন সম্মান নিয়ে বাঁচতে চায়।
ভেবেছিলে সস্তা পন্য, দাম দাও নি সেই কারণে,
এখন তোমার টাকার বোঝা নিয়ে যাও বৃন্দাবনে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।