ক্ষ্যাপা ক্ষেপির সংসার
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈
প্রকৃতির কোলে যেই আসুক
সেই কাল মরণে ঢলে,
কেউ বাঁচেনা যুগের পর যুগ
মিথ্যে দুনিয়ার আঁচলে।
তবুও হিংসা লোভ অহংকারে
মরছে সবাই জ্বলনে,
সংসার জীবন শান্তি সুখালয়ে
অশান্তির ছায়া মননে।
সাড়ে তিন হাত মাটিতে আসা
সাড়ে তিন হাতে যাওয়া,
ক্ষ্যাপা ক্ষেপির সংসার মায়া
এর বেশি নেই পাওয়া।
তোমার আমার নেই কিছুই
ভাঙাগড়া খেলার মাঝে,
জগৎ মাতার সৃষ্টি সবই
ধরাতে যাহাকিছু সাজে।
বুঝেও মানুষ অমানবিক
বিবেক আদর্শ বিকায়,
স্বচ্ছতাহারা অস্বচ্ছ পথিক
স্বার্থের তুরগ ছুটায়।
ধরণীকোলে যে যার মতন
জীবন প্রদীপ জ্বালায়,
কারো পতন কেউবা রতন
উদয়-অস্ত মধ্যটায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতা- ৺সন্তোষ কুমার দাস
মাতা- কল্যাণী দেবী
জন্ম-১৬/০৪/১৯৬৩ অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রাম (বর্তমান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা শহর)
লেখালেখির হাত- সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে ১৯৭৮ সাল থেকে এযাবৎ কবির বিভিন্ন সাহিত্য পত্রিকার মাধ্যমে ১১৩৫ টি কবিতা ও ০৬ টি ছোটগল্প প্রকাশিত হয়েছে। প্রথম কবিতা- সাধারণী মা (সুবর্ণরেখা লিটল ম্যাগাজিন)