হেমন্ত রাজ
-রবি বাঙালি
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
হেমন্ত রাজ আহা কি যে সাজ
ধরনী ভরেছে ধনে,
ঈশ্বর বরে মাঠ ধানে ভরে
খুশি কৃষকের মনে।
বায়ু দিক ঘুরে কুয়াশাতে মুড়ে
শীতল বায়ু বয়,
দূর্বার ঘাসে শিশিরেরা হাসে
খুকু মন করে জয়।
ছাতিম ঘ্রাণে প্রাণজাগে গানে
অন্তরে তুলে ঝড়,
শিউলির ঘ্রান বাতাসের প্রাণ
নীরবে হলো যে পর।
নদী খাল বিলে ভাটি তার জলে
জেলে ভাই মাছ ধরে,
বাউতের দলে মোরা যাই চলে
আনি মাছ জালি ভরে।
সর্ষের ফুলে হেমন্ত দুলে
প্রজাপতিদের গানে,
ফুল গাছে গাছে মৌমাছি নাচে
গুনগুনানীর তানে।
হিম হিম বায়ে আকাশের গায়ে
পুব গগনে রবি,
গাছে গাছে ফুল আর পাখি কূল
চিত্রী আঁকে যে ছবি।
মুখে খোঁচা দাঁড়ি কোমরেতে হাড়ি
গাছি গাছ কেটে যায়,
খেজুরের গাছে পাখি সব নাচে
ফোটা ফোটা রস খায়।
মেলে দেখো আঁখি পরিযায়ী পাখি
উড়ে যায় মেলে ডানা,
শিকারীরা ছুটে সব কাজ টুটে
পাখি বধে দেয় হানা।
প্রতি ঘরে ঘরে উৎসব তরে
পিঠা-পায়েসের ধুম,
নবান্ন গীত নিয়ে আসে শীত
হালকা চাদরে উম।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :
রবি বাঙালি। প্রকৃত নাম মো রবিউল আউয়াল। জন্ম ভিটা নাটোরের চলনবিল ঘেঁসা বড়াইগ্রাম উপজেলার নিতাইনগর গ্রাম।পেশায় অধ্যাপনা।বর্তমানে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও এ কর্মরত আছেন।