স্বপ্ন দেখি
-অসিত ঘোষ
∞∞∞∞∞∞
স্বপ্ন দেখি শিক্ষা আবার আসছে
রাত জেগে ছাত্ররা পড়াশোনা করছে,
ছেলেরা স্কুলে যায় পড়া মুখস্ত করে
কখন কোথা থেকে কোনটা ধরে।
স্বপ্ন দেখি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয়
দালালচক্র পায় যেন মরার ভয়,
অসুস্থরা হাসিমুখে বাড়ি ফিরে
পাড়ার সবাই তাকে ঘিরে ধরে।
স্বপ্ন দেখি ছেলেরা পুকুরের ঘাটে
লাফ দিয়ে সব সাঁতার কাটে,
বিকাল হলে খেলার মাঠ যায় ভরে
সন্ধ্যা নামলে খেলার শেষে যায় ঘরে।
স্বপ্ন দেখি খাদ্য বাসস্থান সবার জন্যে
ক্ষুধার জ্বালায় করতে হয়না হন্যে,
সব শিশুরা সমান মূল্য পায়
স্বপ্ন আমার সত্যি যদি হয়ে যায়।
∞∞∞∞∞∞