প্রস্তর ধরাধামে
-হাসান জামান
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কোন এক কালে
প্রস্তর যুগে বেঁধেছি বাসা বৃক্ষের ডালে
সবুজ পাহাড়ে অরন্য গিরিখাদে গড়েছি আবাস
আজকের মতো মানুষ তখন ছিলো না মানুষের দাস।
বুনো ফল লতা পাতা ড্রাগন প্রসন্ন ক্যাকটাস
সাপ ব্যাঙ পশু পাখি নীল গাই করেছি শিকার।
করেছি দূর পৃথিবীর হিম ক্ষুধা গহীন অন্ধকার –
পাথরে পাথর ঘষে জ্বেলেছি আগুন
গুহায় এঁকেছি পাথরের প্রেম ফুল ও ফাগুন।
শিকারের হাতিয়ার তীক্ষ্ণ করেছি দিন রাত
কতকাল অভুক্ত রেখেছি উদোর ক্ষুধার্ত দাঁত!
যখন ধমনী শিরায় আসে প্রবল জোয়ার
বসন্ত বাতাসে দোলে প্রেম আত্মায়-মনে!
সংগীনি বাঁধা ছিলো বুকের পাশে সংগোপনে।
জীবন ঘষে জ্বালাই আগুন!পুড়ি দুই জনে।
এই প্রেমহীন পৃথিবীতে কুয়াশা কাতর ভোরে
তুমি আর আমি আগুনের বৃষ্টি ছড়াই আদরে।
প্রস্তরখন্ডে শিলালিপিতে অমরকাব্য রাখি লিখে
আমরা তোমাদের পৃথিবীর পূর্বসুরী চতুর্দিকে
সভ্যতার দিয়েছি আজান
মানুষ হয়ে মানুষের রক্ত কখনো করিনি পান।
মানবতা শান্তির নামে
আমরা করিনি যুদ্ধাপরাধ প্রস্তর যুগে
সেই আদি প্রস্তর ধরাধামে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি ঃ
কবি হাসান জামান এর বাড়ি নওগাঁ জেলায়। জন্ম গ্রহন করেন ১৯৬৭ সালে। লেখাপড়া রাস্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি। কর্ম জীবনে একজন ব্যাংকার। কবিতা লিখতে ও পড়তে ভালো বাসেন।