অমৃত ধারায় কুয়াশার বারি
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈
অমৃত ধারায় কুয়াশার বারি, ছন্দ এঁকেছে ধরণীর গায়,
সন্ধ্যায় শীতের কুয়াশা আঁধার মহিমা পাতার নূপুর পায় নয়ন পাতে স্বপ্ন খোঁজে,
নীরব আলো ছায়া নীরব রাতে,
প্রাণের গানে নিখিল আলোকে সূর্যোদয় হয় নব প্রভাতে
অমৃত ধারায় কুয়াশার বারি নিবিড় সুধায় ডাকিল
সন্ধ্যা আজি এ গগন তলে কুয়াশায় ভিজিল তব রজনীগন্ধা,
আজি জাগ্রত ধরণী অমৃত ধারায় ডাকিল ঘন কুয়াশা।
মহাগগন মাঝে বিশ্বজগৎ পৃথিবী সুন্দর হবে মনে আশা,
অমৃত ধারায় কুয়াশার বাড়ি ডাকিছে শুধুই আলোক।
সংগ্রামী জীবন সূর্য সংগ্রামে খোঁজে যেন সেই ভুলক,
কুয়াশার নীরবতা, সেজেছে শীতের ওই নীল আকাশ।
শীতের দুয়ারে পাওয়া গেল না, কিছুতেই লাল পলাশ।
অমৃত ধারায় কুয়াশার বারি শীতে সাজবে এ সিংহাসন,
শীতের আমন্ত্রণে সাজবে ফুলেরা অতিথি পাখির আসন কুয়াশার আলো ছায়া,
সাজবে শীতের স্বর্গ নীরব ধ্যানে, শীতের ধ্যানে,
কুয়াশা কথা বলবে বাতাসে, কানে কানে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ