ঊর্বশী
-খন্দকার আরশাদুল বারী
∞∞∞∞∞∞∞∞
তোমার দোল খেলানো চুলে
আবেশে মন নেচে ওঠে।
তোমার নরম গালের কোমল টোলে
গানের তালে পায়ের ছন্দে
আমার করুণ চোখে ঝিলিক ওঠে।
তোমার শ্যামলা নাকের পাটাতনে
রাগটা যখন ভেসে ওঠে
খোঁড়া হৃদয় ঝাপিয়ে পড়ে
তোমার প্রেম যমুনার অতলে।
তোমার পাখির মত চলন
মুক্তার মত হাসি
বাড়িয়ে তোলে হৃদস্পন্দন
ভাবায় বড্ড বেশী।
তোমার ঠোটের মিষ্টি কামড়
রক্তে জাগায় ঢেউ
কী যে দারুণ যন্ত্রণার ঝড়
বোঝে না তো কেউ।
কে গো তুমি ললনা
অষ্টাদশী , ঊর্বশী?
জাগাইছো মনে বাসনা
অষ্টপ্রহর, দিবানিশি!
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
এই কবিতা যিনি লিখেছেন তিনি বর্তমানে পেশায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জন্ম ও বেড়ে ওঠা রংপুর জেলায় । পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।