কাঠঠোকরা
-মোহাম্মদ নাসির উদ্দিন
≈≈≈≈≈≈≈≈
লাল টুকটুকে পাগড়ি মাথায়
ও কাঠঠোকরা ভাই!
গাছকে কেন আঘাত কর
মনে ব্যাথা পাই?
ঠুকঠুক ঠুকঠুক ঠোকর দিয়ে
চামড়া তুলে নাও,
তোমার চামড়া তুলে দেখি
কেমন ব্যাথা পাও?
গাছ যে আমায় কাছে ডাকে
ঔষধ দিবার লাই,
ঠুকঠুক ঠুকঠুক ঠোকর দিয়ে
চিকিৎসা দেই তাই।
গাছের মরা ডাল বাকলে
দুষ্ট পোকার বাস,
খেয়েদেয়ে বিনাশ করি
সুস্থ রাখি শ্বাস।
মিথ্যে কথা বলো তুমি
লাজ লজ্জা নাই,
গাছের বুকে খোঁড়ল করে
বাস করো তাই।
যে গাছে বাস, করি আমি
সুস্থ থাকে তাই
তাইতো সবাই বলে আমায়
গাছের ডাক্তার ভাই।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
আমি একজন স্কুল শিক্ষক। লেখালেখি আমার খুব পছন্দের একটি শখ। দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমার নিয়মিত শিক্ষামূলক লেখা প্রকাশিত হচ্ছে। কবিতার পাতাকে পছন্দ করি তাই লিখার চেষ্টা করছি।