ভাইদ্বিতীয়া
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞
পর্ব প্রাচীন দিনটি রঙিন
উৎসব সাজে আসে,
বছর ঘুরে সুখের সুদিন
ভাই বোন মিলে পাশে।
ভাই বোনের প্রীতির মিলন
ভাইফোঁটা উৎসব,
বছর ঘুরে আসে শুভক্ষণ
স্মৃতিতে ফিরে শৈশব।
বিয়ের পরে বোন দিদি তরে
শ্বশুরালয় আপন,
খুনসুটি সব সংসার ভিড়ে
হারায় দুই নয়ন।
চরাচরে তাই যম যমুনা
আসে ফিরে বারে বারে,
ভাইদ্বিতীয়া তারই নমুনা
উৎসব ঘরে ঘরে।
কার্তিক মাসের দ্বিতীয়া তিথি
দিদি-বোন স্বর্গ ছন্দে,
ভায়ের কপালে ফোঁটার রীতি
যমের দুয়ার বন্ধে।
দাদা-ভাই সকল এদিন তরে
অপেক্ষা প্রহর গুনে,
বোন দিদিরা ব্যস্ত ঘরে ঘরে
হাসিখুশি মনপ্রাণে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- শ্রী সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী
গ্রাম +পোস্ট +থানা- গোপীবল্লভপুর
জেলা- ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ