বোকা
-আব্দুল ওহাব
∼∼∼∼∼∼∼∼∼∼
মরে যাবে সবে সব পরে রবে
সাথে যাবে না’তো কেহ,
হবে তুমি লাশ ঘরে দিবে বাঁশ
পচে যাবে সেই দেহ।
মাটি থেকে ঘর ফেঁটে ধরে থর
নিজ লোকে ভুলে যাবে,
দেহ খাবে পোকে মায়ে রবে শোকে
শেষ হবে তুমি ভাবে।
সেরা জীবে প্রাণ মরা পচা ঘ্রাণ
মারা গেলে পচা দশা,
কিসে দিয়ে ভর মাটি চরা স্তর
তার থেকে ভালা মশা।
লোভী লোক বোকা সদা দেয় ধোঁকা
লাগে কাড়িকাড়ি টাকা!
পড়ে রবে বাড়ি ধন টাকা গাড়ি
আমলে থাকবে ফাঁকা।
চলো বাঁকা পথে ভালো পথ মতে
তুমি হতভাগা তবে!
সোজা পথে চলো সৎ কথা বলো
পরকালে ভালো রবে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি মো: আব্দুল ওহাব, পিতা মৃত: মো: ছালেক উদ্দিন আকন্দ, মাতা: মৃত মোসা : রেজিয়া বেগম। গ্রাম : নারচী, উপজেলা : সারিয়াকান্দী, জেলা: বগুড়া। জন্ম: ১৯৭৬ সালের ১৫ই জানুয়ারী। দশম শ্রেণির ছাত্র অবস্থায় প্রথম কবিতা লেখেন। তার প্রথম কবিতার নাম: “পাপড়ি” জীবনে অসংখ্য কবিতা লিখেছেন। অধিকাংশ কবিতা সংরক্ষণে নেই। “দুই বাংলার কাব্য মালা” গ্রন্থে তার কবিতা স্থান পেয়েছে। ২০২৫ সালে কবির একক কাব্যগ্রন্থ সম্পাদনা করার ইচ্ছা পোষণ করেন। শিক্ষা জীবনে তিনি বি.এস.এস পাশ করেছেন এবং ঢাকা মহানগর প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে চার বছর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ পর্যন্ত কবির কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো : কাব্যতারকায় ভাস্কর, জীবন স্মৃতির পাতায়,নতুন দিগন্তের অপেক্ষা।