ভাঙা বৃত্ত
-বিজয়া মিশ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔
আমার নিতান্ত ঘরোয়া সাদামাটা একটা শুরু ছিল
জানি চমক খুঁজে পাওয়ার কিছু নেই তাতে
লোকচক্ষুর টাটানি নেই এতটুকুও
আমার জীবন ছিল ব্যক্তিগত
নিস্তরঙ্গ একান্ত আপন।
ভাগাভাগি আমার প্রতিদিনের নিয়মমাফিক যাপন
সকলকে হাত বাড়ানো হয়তো জৌলুসহীন
তবু একটা প্রস্তুতি ছিল খুব পাকাপোক্ত
এগিয়ে চলাটা এতটুকু থমকায়নি
ছিলাম অলিখিত দুর্বার।
তারপর বেলাভূমিতে উন্নতির ঢেউ আছড়ে পড়লো
পরিধি বিস্তৃত জীবনে নতুনত্বের প্লাবন
আমি হারিয়ে গেলাম চাকচিক্যে
স্তুতির বাহুল্যে কত ভূষণ
প্রাপ্তি আহ্লাদ ক্লান্তি!
এখন শিকড়ে জল নেই কমেছে আপনজনের মমত্ব
অচেনা অতিথির আনাগোনায় ওরা কেউ নেই
যাদের ঘিরে আমার বৃত্ত পূর্ণ ছিল
দিনশেষে প্রদীপ্ত হতাম রোজ
পিছু চাওয়া দীর্ঘশ্বাস!
আমাদের এতটুকু ফুরসৎ চাই লোলুপ দৃষ্টি ভুলে
আমাদের হাতে উৎকৃষ্ট সময় ভীষণই কম
আমাদের রাশ থাক্ নিজের হাতে
চাই কিছু দংশনহীন সঙ্গলাভ
শেষ প্রাপ্তির ঝুলিতে…
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।