ফসল কাব্য
-স্বপন গায়েন
≈≈≈≈≈≈≈≈≈≈≈
সোনালী ধানের ক্ষেতগুলো হাসে
মাঠেতে হলুদ ভুবন
কৃষকের হাসি লাগে সুমধুর
এসেছে সুখের লগন।
প্রকৃতির সাথে সোহাগ করে
গাও জীবনের গান
প্রকৃতি কখনও বিরূপ করে না
বাঁচায় মানুষের প্রাণ।
সোনালী ধানের ক্ষেতের উপর
শিশিরের আলাপন
হেমন্ত দিন হিমেল পরশ
ফসলের উচ্চারণ।
ভোরের আলোয় আলোকিত হয়
কৃষকের সুখী মুখ
ঘামের মূল্য পাবেই এবার
মিটবে সবার ভুখ।
মাটির বুকে ফসল কাব্য
কৃষকই শুধু লেখে
অভিমান থাক মেঘের বুকে
ভুল থেকে মানুষ শেখে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
বাবা ছিলেন পোস্ট মাস্টার। মা গৃহবধূ। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্যে স্নাতক।