বাঁকা পথ
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
একে বেকে চলে গেছে
হিজল নদীর তীরে,
বাঁকা পথে চলতে হবে
হাঁটতে হবে ধীরে।
খালি পায়ে মেঠো পথে
হাঁটছে যেন ভবে,
কিশোর বুড়ো আপন মতে
হেঁটে চলে তবে।
বাঁকা পথ শেষ হয়েছে
স্বপ্ন নদীর বাঁকে,
দুই ধারেতে ধানের খেতে
পাখি উড়ে ঝাকে।
গরুর গাড়ি থেমে থেমে
চলে কিছু ক্ষণে,
রাস্তা এখন চলে গেছে
সবুজ ঘেরা বনে।
বাঁকা পথে সোজা চলে
যাচ্ছে সবাই বাড়ি,
বয়ে চলার সময় যেন
বাঁধন ছেড়া নাড়ি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক।
তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।