ক্লান্তির সীমারেখা

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈≈

জীবনের অনেক খানি পথ কেটেছে আশায় ,

নিত্যদিনের ভৃত্য আমি পড়ে আছি বাসায়,

রোজ সকালে ঘুম ভেঙে দেখি সূর্যটা কোথায়?

দিনের শেষে ক্লান্তির সীমারেখা রহিবে হেথায়!

অভিমানের নেই কোনো দাম তবুও চাই মান

বিচার করা বড় কঠিন তাতে থাকে না সম্মান,

জীবনের চাবিকাঠি খুঁজে পেয়েছি শুধু অপমান

ছোট্টো ঘরে ক্লান্ত মনে বেড়েছে সীমারেখার স্থান।

মিথ্যা সুখে গা ভাসিয়ে স্বপ্ন দেখে কাটে না দিন

মানবের মাঝে খুশিতে থাকতে চাই চিরদিন ,

তোমার আমার বাদ দিয়ে চাই শুধু একটু শান্তি

অভ্যাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বাড়ে শুধু অশান্তি,

সরল রেখা বক্র হলে যায় না তো সোজা আঁকা

দুহাতে যতই টানি সরল রেখা হয় যে আঁকা বাঁকা ,

রোজ নামতার হাসি কান্নায় ধরছে দারুণ জং

অভ্যস্ত জীবনে ক্লান্ত দেহে বাড়বে কি করে ঢং ?

বয়সের সাথে সাথে বাড়ে পুরানো স্মৃতির ব্যথা

ব্যাকুল হৃদয়ে সুখের ঘরে জমানো গল্প গাঁথা,

সুখের ঘরে চাপা কংক্রিটের ভাঙা দেয়া‌ল

মনেতে ক্লান্তির সীমারেখা বেড়েছে খেয়াল।

বদ্ধ ঘরে ঢুকেছে মরীচিকা নড়েচড়ে বহুবার

না বলা কথার পাহাড় জমে ঠাণ্ডা বরফ এবার,

আসুক ক্লান্তি ক্ষতি নেই তুমি যদি থাকো পাশে

ভুলে যাব দুঃখ বেদন ,রহিব তোমার পাশে পাশে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি–

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার বাসিন্দা আমি ।শৈশবের জীবন হুগলি জেলায় অতিবাহিত হয়। বর্তমানে বিবাহের পর কলকাতায় বসবাস করি। কবিতা আমার খুব ভালো লাগে। তাই লেখার চেষ্টা করি। আমি একজন গৃহবধূ। ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*