ওগো ব্যাকুল পিয়াসী হৈমন্তীকা
-পীতবাস মণ্ডল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
ওগো সবুজ হাসির হৈমন্তীকা
কি নামে তোমায় ডাকবো বলো ,
সর্বাঙ্গ জুড়ে তোমার অপার মুগ্ধতা
তোমায় নিয়ে ভাবনা আমার সীমা ছাড়ালো ।
তোমার অধরের অনন্য উপমায়
প্রাণে আমার আকুল অভ্যর্থনা ,
শ্যামল হাসির দিঘোল চাওনিতে
ভাবুক মানসপটে জাগে অযুত দরদী কল্পনা ।
তোমার আশীষে মন্ত্রমুগ্ধ শিশিরবিন্দু
গর্ভবতী অমরলতায় মাতৃত্বের সম্ভাবনা ,
হীমেল আলিঙ্গনে হরিৎক্ষেত্র বিহ্বল
ধরা’য় শক্তি রূপে আবির্ভূতা শ্যামাঙ্গিনী ললনা ।
ওগো ব্যাকুল পিয়াসী হৈমন্তীকা
তোমার আদুরী আল্লাদে মাতাল কুয়াশা ,
অনন্য সুখে দূর্বালতায় আনমনা হিল্লোল
দূর নীলিমায় প্রেয়সী চাঁদের দরদী শুশ্রুষা ।
ওগো দোভাষী আলাপের পরদেশী হৈমন্তীকা
তোমার কামরাঙা হাসিতে বিগলিত অন্তর ,
কাজল দিঘির দুইপারে এলায়িত তরুছায়া
সাঁঝের জোনাকি ঝিঁঝিঁদের সনে সখ্যতায় মুখর ।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল , গ্ৰা+পোঃ – যোগেশ গঞ্জ, জেলা – উঃ ২৪ পরগনা । পেশায় – সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।