কেউ নয় পর
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞
তোমাকে আপন করে পাব ভেবেছিলাম।
ভেবে ভেবে শরীর শীর্ণ হল, দুশ্চিন্তার আকাশ পূর্ণ হল হতাশায়।
হঠাৎ দমকা বাতাস বয়ে গেল।
কোথায় দুশ্চিন্তার আকাশ? কোথায় হতাশা?
তাদের আর চিহ্ন নেই, পরিবর্তে সকালে সোনালী সূর্যের ঝলমলে হাসি।
তোমাকে খুঁজে পেলাম বাড়ির উঠোনে, ফুল হয়ে ফুটে রয়েছো।
তোমার সুগন্ধি লাগে আমার নাকে মুখে।
তোমার শ্বাসবায়ু আমার শ্বাসবায়ু মিশে গেছে।
তুমি আমার অবিচ্ছেদ্য অংশ, তোমাকে আত্মীয় বলে জানে আমার বংশ।
জগতের সৌন্দর্য বাড়িয়ে তুমি সবার প্রিয়।
তোমাকে একাকী পাওয়া যায় না, আমি পেতেও চাই না।
আসলে আমি নিজেই তো বিশ্ব চরাচর, সেখানে কোথাও কেউ নয় পর।
এমনকি আকাশের ওই তারাগুলো, দূরের ওই পাহাড় গুলোও একান্ত আপন।
ওরা সবাই আমায় সর্বদা হাতছানি দিয়ে ডাকে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।