মনুষ্যত্বের প্রদীপ

-রীনা

⇔⇔⇔⇔⇔⇔

পাথরকে যতই তুমি

করো আঘাত

সে ,কখনো করবে না প্রতিঘাত।

জীবনে বাঁচতে হলে

পাথরে হও রূপান্তর

কষ্টের মাত্রা বেশি হলেও

ব্যথিত হবে না অন্তর।

কাগজ হওয়ার নাই প্রয়োজন

বেলা শেষে হতে হবে ছাই,

জীবনে মাথা তুলে বাঁচতে হলে

আত্মসম্মান টা থাকা চাই। কলমের কারিগর হতে হলে

প্রদীপ হতে হয়।

অন্যায়ের কাছে মাথা নত হওয়া আর নয়।

স্বার্থের বন্দি কারাগার ভেদ করে

সামনে হও আগুয়ান

এবার মনুষ্যত্বের প্রদীপ হোক দ্বীপ্যমান

⇔⇔⇔⇔⇔⇔

{কবি পরিচিতি – }

পুরান ঢাকার উর্দু রোড এ জন্ম আমার।

পিতা-মৃত,হাজি মোহাম্মদ ইসমাইল।

একটি কন্যা সন্তানের জননী। সংসার জীবনের ব্যস্ততার মাঝে পাঠকদের জন্য লেখা আমার। সত্যিকার অর্থে

পরিচয় দেবার মতো,সেই যোগ্যতা আমরা নারীরা কি, অর্জন করতে পারি। হয়তো,বা হে, হয়তোবা,না। আমরা মানুষ।আমার রবের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতে চাই। সবাই দোয়ায় স্মরণ করবেন। পাঠকের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*