এক মন্ত্র
-অসিত ঘোষ
∼∼∼∼∼∼∼∼∼∼
আমি আকাশকে বললাম ভালোবাসি
দিনের আলোয় রাতের অন্ধকারে
বাতাস আমাকে ছুঁয়ে বলল,
আমি ভিতরে বাহিরে আছি
ভালোবাসি বলেই যাইনা ছেড়ে।
পাখির কলরব ভালবাসার গান
রূপে মুগ্ধ হয়েছিল প্রান,
উড়ে চলে গেল অন্য পথে
বুকের নিচে বাসাটা খালি রেখে।
আমি পরশ পাথর পেয়েছিলাম
কখন আবার হারিয়েও ফেলেছি,
ভালোবেসে শুধু তোমাকেই চাই
হৃদয় জুড়ে ভালবাসি ভালবাসি।
আর এক মন্ত্র জপে মন
কোন খান দিয়ে বয়ে চলে যায়,
জীবনের পরের আনন্দ নগরীর
আকাশ বাতাস ফিরে আসে।
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচয়=
বর্ধমানে মঙ্গলকোট থানায় শাঁড়ি গ্রামে জন্ম
কাটোয়া কলেজ থেকে বিএসসি বায়ো পাস করি।
বাবা কমলাকান্ত ঘোষ কলকাতা পুলিশের চাকরি করতেন। এই সূত্রে এখন আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। এখন আমার পরিবার সকলের দমদম ক্যান্টনমেন্টে।