মোহভঙ্গ
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈
বড় আশা নিয়ে ঘর বেঁধেছি সাজিয়েছি যতনে,
কেন আজ এ ঘর শূন্য হলো তোমার কারণে।
বুঝিনি এমন আঘাত আসবে মোদের ভালোবাসায়,
তোমার সাথে সুখের ঘর বাঁধবো ছিলাম আশায়।
স্বপ্ন মোর ভেঙ্গে চুরমার জীবনে মোহভঙ্গ এলো আঁধারে,
বুঝেছি স্বপ্ন আমার স্বপ্ন বেঁধেছি বেদনার বালুচরে।
হে বিধাতা জীবন মানেই ভাঙা গড়া ভালোবাসার মাঝে,
বাঁধতে দাও ঘর মোর স্বপ্ন সফলে প্রার্থনা তোমার কাছে।
জোয়ার ভাটার একি খেলা চলছে দিনরাতে,
ভাটার সময় বালুচরে বসে আঁকা ছবির সাথে।
জোয়ারে ভেসে যায় কত লোকের মনের সাধ,
সমুদ্রের তীরে বালুকাবেলায় অবিরত এই উৎপাত।
বালুচরে হাজার লোকের ভীড়ে সাজবেলাতে,
কত কথা মিশে যায় হাসি ঠাট্টা আর মজাতে।
সাগর তীরে নুড়ি পাথর কাঁকড়ে ঝিনুক খোঁজে বেড়ায়,
বালুচরে আনন্দে কিছু বেদনা ফিরে যেতে মন হারায়।
সাজানো বাগানে জীবনের কয়দিন মায়ার খেলায় ,
সন্ধ্যা আসবে নেমে মোহভঙ্গে পথ হারালে সব হারায়।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যদি পরকালের কথা ভাবি,
ভাবনার জগতে পাবো না সময় বেশি করতে মুক্তির দাবি ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।