তিনিই ঈশ্বর
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞
সবার ওপর আছেন যিনি,
তিনিই হলেন জগদীশ্বর,
পাপের ঘড়া পূর্ণ হলে,
তাঁকেই স্মরণ কর, তিনিই ঈশ্বর।
ওহে পাপিষ্ঠা একটু তো,
ভালো কর্ম কর, ভবিষ্যত
ভেবে, না হয় নীরব প্রতিবাদী
তুই, কাঁপুক তোর অন্তর!
ঈশ্বর, প্রাণ দান করেছেন,
কিছু ভাল, সৎ, কাজের জন্য,
দরিদ্রের দুঃখ বোঝ্ না একটু,
মানুষ নামের “মানুষ” হও অন্য।
সবার অলক্ষ্যে, দেখছেন তিনি,
মিথ্যা, সত্য, মানবিকতায়, মন দে,
ভুলের জন্য, মাথা নত কর,
ঈশ্বরের কাছে, ক্ষমা চেয়ে নে।
ঈশ্বর মানে, বিশ্বাস, সততা,
ক্ষমা, দয়া, নিঃস্বার্থ ভাবে,
কিছু করা, দরিদ্র হওয়া
পাপ নয়, ঠিকানা কোথায় হবে?
তিন হাত জমি, চাই শুধু,
ক্ষুধার অন্ন, মাথার ওপর
চাই ছাদ, পরনের বসন,
মুখের হাঁসি, রাখিস বরাবর।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর তিনেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।