চাঁদ ছুঁয়েছে সাগর
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈
চাঁদ ছুঁয়েছে সাগর, রাতেও ওই নীল জোছনার বিলাসে,
জোছনার আলোতে ঝলমল সাগর যেন রাতের দিবসে।
সুন্দর রাতের জোছনা ঠিক যেন কবিতার পঙক্তি মালা,
চাঁদের আলোতে সাগর ঝলমল করে যেন রাতের বেলা।
জোছনা তব কুড়োতে কুড়োতে কখন হয় এ নিশি ভোর,
চাঁদ যেন ছন্দের জাদুকর, তার ভালোবাসা হোক অমর।
চাঁদ যে মেঘের আড়ালে লুকায় সে ছায়া কম সুন্দর নয়,
নিশি রাতে, চাঁদের জোছনা সাগরেরও সাথে কথা কয়।
এ যেন দুর্দান্ত মিলনের উৎসব সাগর আর ওই জোছনা,
হে রাতের বাতাস তুমি ছুঁও না ছুঁও না কখনো এ বেদনা।
হৃদয় বেদনা চাঁদকে কাঁদতে দেখেছে ওই যে সিন্ধু পারে,
সুন্দর চাঁদ, তবু কখনো কখনো যেতে হয় মেঘের আড়ে।
অমৃত ভাবনায় চাঁদ যেন চলে তার আপন সেই ভাবনায়,
নিশি রাতে গল্প লেখে, ওই সীমাহীন সাগরের চেতনায়।
সাগরের স্রোত ভেঙ্গে ভেঙ্গে ঢেউ খেলে অপার মোহনায়,
তিমির যামিনী,ঘুমিয়ে আছে ওই সাগরের ভালোবাসায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ