হেমন্ত শেষে

-মো: মাহফুজ সরদার

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

উত্তরের হালকা হিমেল পবন

আগমনী বার্তাবয় শীতের

শরৎ এর শিশির ঘাসের উপর

জানিয়ে যায় শীতের আগমন।

আবছা কুয়াশার উপস্তিতি

পিঠাপুলি আর খেজুরের রস

নিয়ে আসে শীতের আভাস

জাগিয়ে তোলে শীতের অনুভুতি।

সকালে সোনালি রোদ্দুরে

কুয়াশার বুক চিরে

সোনালি সূর্যের আগমনে

শিশির যায় যেন হারিয়ে।

মুড়িয়ে কম্বল আর চাদরে

বসে বাড়ির আঙিনায়

আচঁ পেতে চায় তাপের

ওত পাতে থাকে রোদ্দুরে।

কুয়াশার তীব্র আবরনে

গাছের পাতা যায় ঝড়ে

পথ- ঘাট মরু হয় শুকিয়ে

ধুলোময় শীতের আগমনে।

কৃষক ব্যস্ত ফসলের ক্ষেতে

শীতকে উপেক্ষা করে

গাছিরা ব্যস্ত খেজুর গাছের

মধুর নির্যাস পেতে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :-

মো: মাহফুজ সরদার

গ্রাম: বোহরকাঠী,

উজিরপুর, বরিশাল

মা-বাবার তৃতীয় সন্তান

বর্তমানে অনার্স শেষ করে চাকরি প্রত্যাশি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*