কাঁচের দেওয়াল
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈
কাঁচের দেওয়ালের স্বচ্ছতা বেশি
পলকে দেখা যায় সব কিছু ,
হাল্কা হাওয়ায় ভাঙে তাড়াতাড়ি
চির ধরে কাঁচেতে কিছু কিছু।
কাঁচের দেওয়ালে রঙিন পর্দায়
ঢাকা থাকে চারিধার ,
বাহির হতে বোঝা নাহি যায়
মনটা কেমন ছিল তার।
রঙিন নক্সাকাটা কাঁচের গায়ে
নানান রকমারি বাহার
মোটা পুরু সুন্দর কাঁচের গায়ে
ষোলো আনাই ধার।
খাবার টেবিলে ডাইনিং রুমে
বসানো কাঁচের ঝাড়
কাঁচের দেওয়ালে ধরেছে চিড়
ঠুনকো ভালোলাগার তার।
কাঁচের গায়ে আঁঠা লাগানো ভালো
জোনাকিরা অন্ধকারের আলো
ঝড়ের দাপটে মিলায় প্রভাতে
হারিয়ে যায় ক্ষীণ আলো ।
হাওয়ায় দোলে কাঁচের ঝাড়বাতি
দেয়ালের রঙ ফিকে ,
মন চায় কেবল তোমায় ছুঁতে
সম্পর্কটা একটুখানি টিকে ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার বাসিন্দা আমি।
শৈশবে লেখাপড়া, খেলাধুলা, কলেজ, বিদ্যালয় সব কিছুই হুগলি জেলায় কেটেছে। বিবাহের পর কলকাতায় বসবাস করি। আমি একজন গৃহবধূ। কবিতা আমার ভালো। তাই নিজের সংসার জীবনের
মাঝে মাঝে একটু কবিতা, গল্প, লেখার চেষ্টা করি।