থেকে যায়
-বিনয় জানা
≈≈≈≈≈≈≈≈≈
নদীর মতো সব জীবনে
উজান ভাটি আসে যায়;
উজান স্রোতে আসে অনেক
ভাটির টানে ভেসেও যায় বহু!
আসা যাওয়া চলে জীবন ভর
কেউ কেউ থেকে যায় মনে;
থেকে যায় গ্রীষ্মের ঘামে
শ্রাবণের অঝোর ধারায়!
থেকে যায় শরতের সাদা মেঘে
হেমন্তের সোনালী ধানের শিষে;
থেকে যায় মরসুমী ফুলের বাহারে
থেকে যায় বসন্তের আবিরে!
থেকে যায় সকালে, দুপুরে,
বিকেলে আর গোধূলি বেলায়;
থেকে যায় অভিমানে অপেক্ষায়,
থেকে যায় প্রিয়তম ডাকনামে!
যেমন রয়েছ তুমি দুচোখে ঠোঁটে
হৃদয়ের কোণায় কোণায়;
রয়েছ তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে
ঝরে পড়া দীর্ঘশ্বাসের হাওয়ায়!
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা . পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা. মাতা: ঈশ্বর অন্নপূর্ণা জানা, গ্রাম: বাড়সুন্দ্রা ,পোস্ট: ঈশ্বর দহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পিন: ৭২১৬৫৪ ,পশ্চিমবঙ্গ, ভারত, মূলতঃ বাংলা সাহিত্যের একজন পাঠক। কবিতার প্রতি ভালোবাসা থেকে মাঝে মধ্যে কিছু লেখার চেষ্টা। সবার ভালো লাগলেই সুখি ও খুশি।