রসের হাঁড়ি

-এস এম কায়সার লাব্বী

≡≡≡≡≡≡≡≡≡≡

খেজুর গাছে রসের হাঁড়ি

মাটির তৈরি ঠিলা,

বাঁশের তৈরি কলকাঠি আর

গলায় রশি ডিলা ।

লাঠি বেঁধে গাছের মাথায়

কাঁচি দিয়ে বাঁধে মাজায়,

গাছে ওঠে রসের হাঁড়ি

মাজায় থাকে সারি সারি ।

বিকেল শেষে টোকেন কাটে,

গাছে ওঠে হেঁটে হেঁটে ।

সকাল বেলা কলস ভরা,

লাল রসেতে রোদের খরা ।

মেঘলা হলে টক যে ভিশন,

মুখ বেঁকে যায় দাঁতে সিষন ।

কুয়াশাতে হয়না ভালো,

প্রথম রসে রঙ্গিন আলো ।

কাঁচা রসের সাজো পায়েস,

চিতাই পিঠা খাওয়ার আয়েশ ।

তালের রসে ঘুম বেড়ে যায়,

ইক্ষু রসে খুব ক্ষুধা পায় ।

কাঁচা রসে তৃষ্ণা মিটাই,

নারকেল দুধে মিষ্টি পিঠাই ।

পাটালি হয় স্বাদের মিঠা,

গুড়ের স্বাদ সকল পিঠা ।

মাটির হাঁড়ির রাখা গুড়ে,

দানা পড়ে সব স্তরে ।

গরম রসে সাদা ভাতে,

মিঠার নাড়ু শীতের রাতে ।

ভোর সকালে আচ্ছা দেরি,

পাখির ঠোঁটে রসের হাঁড়ি ।

≡≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতি-

উপজেলা – নাজিরপুর

জেলা – পিরোজপুর

বিভাগ – বরিশাল

দেশ – বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*