টাকা ছাড়া বুদ্ধিহীন

-খলিলুর রহমান খলিল

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

টাকার কথা সবাই শুনে

ডাকলে ফিরে চায়,

যা বলে সব কথা মানে

অন্যায়ে দেয় সায়।

টাকা থাকলে টাকা দিয়ে

মানুষ কেনা যায়,

টাকাকড়ি না থাকলে ভাই

মানুষ চেনা যায়।

টাকা পেলে প্রভু ভুলে

টাকার প্রতি ধ্যান,

টাকা ছাড়া হয় না কিছু

থাকে না যে জ্ঞান।

টাকা দিলে পক্ষে কথা

ভালোবাসা দেয়,

মিষ্টি কথায় নম্রে-ভদ্রে

স্বার্থ লুটে নেয়।

টাকা নাই যার মন ছোট তার

ভাবে বুদ্ধি হীন,

সবার নিকট চক্ষুশূল হয়

বাজে দুখের বীণ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি ও ছড়াকার পরিচিত :

খলিলুর রহমান খলিল ১ এপ্রিল ১৯৭১ ইং সালে ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার সাটিহারী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

পিতা মোঃ আব্দুল কাদির ও মাতা মরহুমা ফাতেমা খাতুন।

তিনি বি.এ, বি এড ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।

তিনি প্রায় ত্রিশ বৎসর ধরে লেখালেখি করেন।অনলাইনে নিয়মিত লেখক।

“আলো তুমি কত দূর”, “একুশে বাংলার গান” তাঁর প্রকাশিত দুটি একক কাব্যগ্রন্থ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*